কে এইচ মহসিন ঃ- প্রিয় আজিজনগর বাসী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, — পবিত্র ঈদুল ফিতর মাহে রমজান হচ্ছে ত্যাগে মহিমান্বিত মাস। প্রতিবছর ঈদ-উল-ফিতরে আমাদের মাঝে ফিরে আসে ঈদ।
হিংসা-বিদ্বেষ-লোভ ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে ঈদ আমাদের সকলের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা।
ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক বন্ধন। সাংগঠনিক সম্পাদক ইয়াছিন করিম বলেন,দীর্ঘ এক বছর অতিক্রম করে ত্যাগের অনুপ্রেরণা ও খুশির বার্তা দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে,অসামন্য ত্যাগের মহিমাপূর্ণ ও বিশ্ব মুসলিমের মধ্যে অনাবিল আনন্দ ।
মহান আল্লাহ্ পাকের নিদের্শের প্রতি আনুগত্য প্রকাশ ও তার সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-ফিতর’র লক্ষ্য। এই খুশির দিনে আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। কোভিড ১৯ করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মাহামারির কবল থেকে নিজকে রক্ষা করে নিজে বাচুন অপরকে বাচান, আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। এ সময় তিনি আজিজনগর বাসীকে তাহার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানান।