এজি কায়কোবাদ,বিশেষ প্রতিনিধিঃ আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ‘উই আর পার্ট অব সলিউশন ফর নেচার’ বা ‘আমরা প্রকৃতির সমাধানের অংশ’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ লিভার ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ট্রাভেলার্স নেটওয়ার্ক, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, রিভার্স এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার, হালদা নদী রক্ষা কমিটি এবং জাতীয় নদী রক্ষা কমিশন যৌথভাবে আয়োজিত বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লিভার ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)-এর নির্বাহী পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সিনিয়র বায়োলজিস্ট ড. আনিসুজ্জামান খান, গাজীপুর জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম,
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাহমুদ হাসান, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান জনাব মো. এজাজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি জনাব মোশারফ হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা সভাপতি এজি কায়কোবাদ, সেক্রেটারি নাজমুল এইচ রাজীব প্রমুখ।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তিতে স্বাক্ষর করে।