1. admin@bbcnews24.news : admin :
আধুনিক পুলিশিং এর যুগান্তকারী পদক্ষেপে সিএমপি কমিশনার - BBC NEWS 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধন ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদকের উপর হামলা চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ, ফিরে পেতে মায়ের আকুতি ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার পটিয়ায় বিচার চলাকালীন চেয়ারম্যানের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ভালুকায় ফিসারির পাড় মেরামত করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত- ১ ত্রিশালে জিলানী হত্যাকারীদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

আধুনিক পুলিশিং এর যুগান্তকারী পদক্ষেপে সিএমপি কমিশনার

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৯২৪ বার পঠিত

কে এম রাজীবঃ মান্ধাতার আমলে পুলিশিং কার্যক্রমকে দূরে ঠেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নের পথে হাটছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্দর নগরীর থানাগুলো একে একে রূপান্তরিত হচ্ছে সেবার কেন্দ্র হিসেবে। ঠিক তেমনি অপরাধ নিয়ন্ত্রণেও নেয়া হচ্ছে নিত্য নতুন উদ্যোগ।

জানা যায়, সেবার মানে আধুনিকায়নে সিএমপি’র ডিজিটালাইজেশনের মাইলফলক বন্ধন অ্যাপ নামের একটি অ্যাপ চালু করছেন।যে অ্যাপটি থানায় আগত সেবাপ্রার্থীদের ভোগান্তি নিরসন হবে, এবং এ আধুনিক পুলিশিং এর যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার। এতে থানায় জিডি কিংবা মামলা করে এখন আর থানায় থানায় কিংবা তদন্ত কর্মকর্তার পেছনে ঘুরতে হয় না। মামলা এবং জিডির সর্বশেষ তথ্য এই অ্যাপেই চলে আসে। আর সিএমপি কমিশনার নিজেই এটি তদারকি করেন। কোনো মামলা বা জিডির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়।

আরও রয়েছে “হ্যান্ডস ফ্রি পুলিশিং” কার্যক্রম। যে কার্যক্রমটি চালু করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি। এ ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ কার্যক্রমের সেই অপারেশনাল গিয়ার মাঠ পর্যায়ে সফল বাস্তবায়ন করেছেন সিএমপি কমিশনার। সেই সাথে চট্টগ্রামেই সর্বপ্রথম যুক্ত হয়েছে সর্বাধুনিক পেট্রল কার। কোনো ঘটনা ঘটলেই শাঁ শাঁ সাইরেন বাজিয়ে ছুটে যায় এসব পেট্রল কার।

এছাড়া নিউইয়র্ক পুলিশের আদলেই অফিসারদের দেয়া হচ্ছে ‘বডি অন’ ক্যামেরা। উন্নত বিশ্বে যেভাবে পুলিশ কর্মকর্তাদের শরীরে ক্যামেরা সংযুক্ত থাকে, সিএমপিতেও শুরু হচ্ছে সে যুগ। এজন্য ইতোমধ্যে প্রতিটি থানায় ১০টি করে ক্যামেরা দেয়া হয়েছে। প্রশিক্ষণও দেয়া হয়েছে কর্মকর্তাদের। শিগগিরই মাঠ পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানা যায়। সেই সাথে রয়েছে পুরো চট্টগ্রাম নিয়ন্ত্রণ করা একটি ” সেন্ট্রাল কন্ট্রোল রুম” যা এখন থেকে পুরো চট্টগ্রাম শহরকে নিয়ন্ত্রণ করা হবে এক কক্ষ থেকে।

এ লক্ষ্যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ৮শটি স্থানে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যেই ৪শ ক্যামেরা স্থাপন করার কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে সেগুলো দিয়েই বর্তমানে নজরদারি করা হচ্ছে। বাকিগুলো স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে এই সেন্ট্রাল কন্ট্রোল রুম উদ্বোধন করা হবে। এসব ক্যামেরা পুলিশের চোখ হয়েই চট্টগ্রামবাসীকে নিরাপত্তায় সহায়তা দেবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park