স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় (ছাত্র-ছাত্রী) সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর মাসের ২৩ ও ২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সুইমিং পুলে উক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন সাঁতারুদের মাঝে ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে অংশগ্রহণ করে ১ম হয়ে গোল্ড পদক ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে অংশগ্রহণ করে রৌপ্য পদক প্রাপ্ত হন মোঃ গোলাম রব্বানী। তিনি শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের একজন মেধাবী ছাত্র। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের আওতাধীন ঘোনাপাড়া গ্রামের জনাব মোঃ শাহজালাল এর পুত্র।
আজ ১২ অক্টোবর বুধবার শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক খান, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
এবিষয়ে গোলাম রব্বানী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেরপুর সরকারি কলেজের ছাত্র হয়ে এটা আমার ছাত্রজীবনের সবচেয়ে বড় একটা অর্জন। আমি চাই শেরপুর থেকে আরও অনেকেই সাঁতার প্রতিযোগিতায় এগিয়ে আসুক আরও অনেক দূর এগিয়ে যাক। প্রত্যেকের কাছে দোয়া কামনা করছি যাতে আগামীতে আরও ভাল কিছু করতে পারি।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ বলেন, আমাদের শেরপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র গোলাম রব্বানী জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে গোল্ড পদক অর্জন করেছে। এতে কলেজের সুনাম বৃদ্ধি পেয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।