স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবানোর দিনে ছয় উইকেটে জিতেছে ইংলিশরা। আগে ব্যাট করতে এসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জস বাটলাররা। দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড।
আজ শনিবার রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৪ বল বাকি থাকতেই মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একাদশ ওভারে বল করতে এসে মাত্র ২ ওভার দুই বল করে শেষ চার ব্যাটসম্যানকে ফেরান আদিল রশিদ। ছোট লক্ষ্য মাত্র ১০ ওভার চার বলেই ফেরিয়ে যায় ইংল্যান্ড।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। মাত্র ২১ রানে ফেরেন ওপেনার জেসন রয়। ১১ রান করা এই ব্যাটসম্যানকে গেইলের তালুবন্দি করে ফেরান রবি রামপল। এরপর জস বাটলার ছাড়া দুই অংশ ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান। পরপর দুটি উইকেট তুলে নেন আকিল হোসেন। এর মধ্যে লিয়াম লিভিংস্টোনকে দুর্দান্ত কট অ্যান্ড বোল্ড করেন এই পেসার।
লক্ষ্যটা একটু বড় হলে ফল ভিন্ন হতে পারতো। বোলিং সহায়ক উইকেটে তবুও যথেষ্ঠ লড়াইয়ের চেষ্টা করে উইন্ডিজ। কিন্তু শেষ আর পেরে উঠেনি। ১১.২ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ব্যাট হাতে ২২ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাটলার।
এর আগে, ব্যাট করতে এসে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন এভিন লুইস। ক্রিস ওকসের বলে মইন আলীর তালুবন্দি হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার লেন্ডল সিমনসকে ফেরান মইন আলী। এবার অবশ্য ক্যাচ হাতে নয়, বল হাতেই এই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি।
চারে এসে ক্রিস গেইলও ফেরেন ব্যর্থ হয়ে। মাত্র ১৩ রান করেন তিনি। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি প্রথম ছয় ব্যাটসম্যানের কেউই। গেইল ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অংক। প্রথম দশ ওভারে মাত্র ৪৪ রান তুলে ছয় উইকেট হারায় ক্যারিবীয়রা। পরের ওভারে আদিল রশিদের প্রথম বলেই শূন্য রানে ফেরেন আন্দ্রে রাসেল।
১৩তম ওভারের প্রথম বলে কাইরন পোলার্ডকে দ্বিতীয় শিকার বানান রশিদ। ১৩ বলে মাত্র ৬ রানে ফেরেন তিনি। পরের বলে ওবেদ ম্যাকয়ও সাজঘরে ফেরান রশিদ। মাত্র ২.২ওভার বল হাতে ক্যারিবীয়দের ৫৫ রানের লজ্জায় ডুবান রশিদ।