মোঃ আবুল ফয়েজঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাস্থ বন্দরটিলা আশার বাপের গলির মো. ওয়াসি নামের ১৩ বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
অদ্য শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াসি ইমাম আলী সারাংয়ের বাড়ির নুরুল হুদার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া গনমাধ্যমকে জানান, শিশুটি দেয়ালে ইলেকট্রিক বোর্ডে হাত দিলে বৈদ্যুতিক শকে গুরুতর অসুস্থ হয়।
তাকে উদ্ধার করে পৌনে ৬টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।