মোঃ রুবেল মিয়া: জামালপুরের ইসলামপুর উপজেলাধীন কাচারী পাড়া প্রশিপস্ ইসলামপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম।
০৯ মে রবিবার সকাল ১১ ঘটিকায় কাচারী পাড়া মাঠ প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম রোকেয়া, সহকারী শিক্ষিকাদের মধ্যে মিতালী আক্তার, শিখা আক্তার, জান্নাতুল ফেরদৌস সহ আরও অভিভাবকবৃন্দ এবং ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে অটিজম ও প্রতিবন্ধীদের প্রতি সদয় আচরণ ও সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।