ডেস্ক রিপোর্টঃ রামু উপজেলার ঈদগড়-বাইশাড়ী যাতায়াতের সড়কে মেইন রাস্তায় ধান ও খড় শুকাতে দেওয়ার কারনে গাড়ি চলাচলের সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠে স্থানীয় বাসিন্দাদের, রামু উপজেলার ঈদগাহ ঈদগড়-বাইশাড়ী যাতায়াতের এক মাত্র সড়ক হলো এটি,
তবে সড়কের এক পাশে ধান ও খড় শুকাতে দেওয়ার কারণে অন্য এক পাশে উভয় পাশে গাড়ি চলা চলের সমস্যায় ভুগতে হচ্ছে সবার,এতে অনেক এক্সিডেন্ট সহ দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের,এই নিয়ে এক পথচারী অভিযোগ করলে ঈদগড় ৭নাম্বার ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল কালাম পথচারীকে মারতে চায় এবং অকথ্য ভাষায় বকা দেয়,
স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলে বিবিসি নিউজ ২৪কে জানান আবুল কালাম মেম্বারে এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ জনতা,স্থানীয়দের কিউ অভিযোগ করলে তাদের মেম্বারের একটি সিন্ডিকেট এবং দলবল বাহিনী নিয়ে মানুষ কে হুমকি দেয় বলে জানা গেছে,তাই স্থানীয়রা কিছু দেখলে ও নিচুপ,নিস্তব্ধ,ভয়ে কিছু বলতে পারে না,সুরু রাস্তায় ধান ও খড় অপসারণ করে রাস্তায় যেনো চলাচলের উপযোগী করে দেন এই নিয়ে অভিযোগ তুলেন স্থানীয়রা।