ডেস্ক রিপোর্টঃ করোনাকালে আবার এসেছে ঈদ, বছরের সবচেয়ে খুশির দিন। কিন্তু এ ঈদের আনন্দ এবারও অনেকটাই ম্লান। গত দুই ঈদের পর এবারের ঈদকে ঘিরে নানা আয়োজন, পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস আবার সব পরিকল্পনা শেষ করে দিয়েছে। তবে ঈদের প্রকৃত আনন্দ ভোগে নয়, ত্যাগে।
সামাজিক দূরত্ব বজায়ের বাধ্যবাধকতায় স্বজনের সঙ্গে ঈদে আমরা আক্ষরিক অর্থে কোলাকুলি করতে পারবো না। তবে পরস্পরকে অদৃশ্যভাবে জড়িয়ে রাখতে পারবো প্রীতিতে, স্নেহে ও ভালোবাসায়।
পাশাপাশি সবাইকে সহমর্মিতার মাধ্যমে কক্সবাজার কাজ করার আহবান জানাই