লেখক মোঃ জিয়াউর রহমান (মনির)
এই হল দেশ!
চিকিৎসা সেবা নেই সাধারণ রোগেতেই
ডাক্তার দেখে না নামটাও লেখে না
মৃত্যুর পরে মাইকটা ধরে
নেতারা ফাল পারে আছি মোরা বেশ!
এই হল দেশ!
কত বাবা মরছে কত মা মরছে
করোনাতে না পরে করোনা ধরছে
মিছে কিট-এ পরীক্ষা করছে-করছে
আমলার গামলায় মোটা টাকা পড়ছে!
দেশ তবে কা’র
তোমার আমার?
না না না——–
মিথ্যের বেসাতি চলছে চলবে
সবুজ জমিনে কোটি লাশ ফলবে!
এতিমের শেষ কথা হাসপাতাল তুলে দাও
ডাক্তারী পোশাকটা তারাতারি খুলে নাও
চিকিৎসক থেকে যদি চিকিৎসা না হয়
কর দেয়া বন্ধ,করব না কা’রো ভয়
এবারের সংগ্রাম দুর্নীতি রুখব
শাণিত পেরেকটা মিছা মুখে ঠুকব।
এভাবে চলতে দেব না দেশটা
ছড়াকারের নামে হবে মিথ্যে কেসটা!
হউক তবে কেসটা দেখব শেষটা
বাটপার বাদশার কেটে যাক রেশটা
নীতিহীন নোঙর দিব না করতে
মানুষ হয়ে মানুষের দেব না মরতে
সহ্যের সীমা ভেঙ্গে দেখা হবে ফাঁসিতে
আমি বীর দেখে যাব দেশ মাতা হাসিতে!
আমি ছড়া লেখি কড়া বোধ দিয়ে আজ
বুক ফোলে সত্য সদা করে যাক রাজ।