1. admin@bbcnews24.news : admin :
এক শ্রেণী বদনাম করে ফেসবুকেও বদনাম করে তাদের নামও জানি না চেহারাও চিনি না পাপ্পা গাজী - BBC NEWS 24
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে গণতন্ত্রী পার্টির নয়া কমিটি গঠন শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু বয়েজ ক্লাব ভালুকা ১-০ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি  শেরপুরে জেলা জজ কোর্টের সামনে বিবাদীদের ছুরিকাঘাতে বাদী আহত শেরপুরে লক্ষাধিক টাকার ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারি গ্রেপ্তার কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত নান্দাইলে ৫টি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

এক শ্রেণী বদনাম করে ফেসবুকেও বদনাম করে তাদের নামও জানি না চেহারাও চিনি না পাপ্পা গাজী

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৮৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক , তরুণ শিল্প উদ্যোক্তা ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, রাজনীতি করতে গেলে সব সময় দুইটা পক্ষ থাকে। একটা পক্ষ দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে শুধু কাজ করে যায়। আরেকটা পক্ষ শুধু বদনাম করে যায়। আমরা হচ্ছি কাজের পক্ষে। আমরা হচ্ছি উন্নয়নের পক্ষে। আমরা হচ্ছি আপনাদের ( রূপগঞ্জবাসীর) পক্ষে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়ন করে যাবো। যারা বদনাম করার দেখবেন তারা আজকের পরও তারা বদনাম করবে। তারা ফেসবুকেও বদনাম করে। তাদের নামও জানি না চেহারাও চিনি না।

মন্ত্রীপুত্র পাপ্পা বলেন, ঘোনটার আড়ালটা খোলেন , সাহস থাকলে সামনে আসেন। দয়া করে জনগণের পাশে দাঁড়ান, মঞ্চে দাঁড়ান , তারপর আমাদের সাথে কথা বলেন। আমরা কাজ করে যাচ্ছি। কাঞ্চনবাসীর পাশে ছিলাম,আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখে ততদিন আপনাদের জন্য কাজ করে যাবো।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সমঝোতা ,সংযত কথাবার্তা যেকোনো কিছুর জন্য ভালো। যদি আমাদের কোনো মতপার্থক্য থাকে কোথাও, দলের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে যান উনারা সমাধান করে দেবে। আমরা চাই না কেউ কোন ধরণের ঝামেলা করুক। আমরা শান্তির পক্ষে। আমরা শিক্ষার পক্ষে।

শনিবার ( ১২ জুন) কাঞ্চনে নবাব আশকারী স্কুলের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তরুণ এই শিল্প উদ্যোক্তা বলেন, তোমাদেরকে জানতে হবে বঙ্গবন্ধুর ইতিহাস, রূপগঞ্জের ইতিহাস, কাঞ্চনের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস।

প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের প্রশংসা করে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনার মধ্যে আমাদের শিক্ষা কার্যক্রম থেমে নেই। শ্রদ্ধীয় সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। যার ফলে চরম দুর্যোগের মধ্যেও অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

তিনি বলেন, প্রত্যেকটা জিসিনের পেছনে পরিশ্রম থাকে । রূপগঞ্জের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আমার ( পাপ্পার) বাবা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বার বার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। তার চেষ্টায় প্রধানমন্ত্রী আমাদের নতুন ভবন দিয়েছে।

স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুন্দর ভবন পেয়েছেন। আমি আমাদের কাছে চাই সুন্দর রেজাল্ট। ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে না আমি তা মেনে নেবো না। শিক্ষা প্রতিষ্ঠানে যত বেশি উন্নয়ন হবে আমাদের আগমন তত বাড়বে।

শিকদার গ্রæপ বাংলাদেশের একটি বিশাল গ্রæপ। উনারা নবাব আশকার আলী স্কুলের দায়িত্ব নিয়েছেন। উনাদের কাছে প্রত্যাশা থাকবে নবাব আশকার আলী স্কুলটা যেনো রূপগঞ্জের শ্রেষ্ঠ স্কুল হয়। এখানে একটা খেলার মাঠ আছে ,মাঠটাকে আপনারা আন্তর্জাতিক রুপ দিতে ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে খুব খেলাধুলা পছন্দ করি। আমি ক্রিকেট বোর্ডের সাথে আছি। যদি ক্রিকেটের সামগ্রী লাগে ,আমাকে বলবেন আমি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে পাঠিয়ে দেবো। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুলে একটি করে টিম হবে । সব স্কুল নিয়ে খেলা হবে। খেলাধুলা এবং বিনোদনের জন্য সব সময় গাজী পরিবার আপনাদের পাশে আছে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরি সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, অধ্যক্ষ নজিবুর রহমান, নবাব আশকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা মতি আকন্দ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, সম্পাদক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক মাছুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park