নূর হোসাইন সুমন,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি,বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন ও পরিচালক সানজি গ্রুপের কর্ণধার লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন সংগঠন।
রবিবার সেনবাগের শায়েস্তানগরস্থ লায়ন জাহাঙ্গীর আলম মানিকের বাড়িতে আয়োজিত উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন সেনবাগ- সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, নবনির্বাচিত পরিচালক, সানজি গ্রুপের কর্ণধার, মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সহকারী কমিশনার(ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা।এ সময় বীর বিক্রম তরিক উল্যাহ ফাউন্ডেশন, সেনবাগ প্রেসক্লাব, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সভাপতি ও পরিচালককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন।
সেনবাগ প্রেসক্লাবের পক্ষে সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি সাখাওয়াত উল্যা, সাধারণ সম্পাদক এম এ আউয়াল,যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর পাটোয়ারি, নূর হোসাইন সুমন, মোঃ ইব্রাহিম, বশির আহম্মদ নব নির্বাচিত পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিককে ক্রেস্ট প্রদান করেন।