আন্তর্জাতিক ডেস্কঃক্ষমতাগ্রহণের পর এবার আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পরিবর্তন করছে তালেবান। গত শনিবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে লেখা হবে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’। আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে এএনআই।
এ বিষয়ে তালেবানের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ লেখার সম্ভাবনা আছে।
এর আগে, গত মাসে কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তানের নাম পরিবর্তন করে নতুন নাম ইসলামিক এমিরেট অব আফগানিস্তান রাখে তালেবান।
দেশটির নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের আগের সরকারের দেওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এখনই অবৈধ করা হচ্ছে না।
জাবিউল্লাহ বলেছেন, দেশটিতে আগের সরকারের নথিপত্রও (ডকুমেন্ট) বৈধ বলে বিবেচিত হবে। আফগানিস্তানে এখনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিভাগ বন্ধ আছে। কেবল যারা বায়োমেট্রিক তথ্য দিতে সম্মত, তারাই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পান।