শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীবৃন্দ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিট (দুপ্রক) সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা প্রমূখ।