1. admin@bbcnews24.news : admin :
কাঠালিয়ায় বিষখালী নদীর পানি বৃদ্ধি; বাঁধ ভেঙ্গে তীরবর্তী এলাকা প্লাবিত - BBC NEWS 24
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জ প্রতিবন্ধী হত্যা মামলার আসামি শেরপুর গ্রেফতার ইসলামপুরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সর্বসাধারনের মাঝে তুলে ধরতে উঠান বৈঠক ইসলামপুরে জনপ্রিয়তায় এগিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী – শাহিনুজ্জামান বকশীগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেলন এমপি : দক্ষতার পরিচয় দিলেন উপজেলা প্রকৌশলী ৩৭০ তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স -২০২৩ ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত ভালুকায় হ্যালো এইচ পি অ্যাপস এনষ্টলেশন ক্যাম্পেইন কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের ৩০তম জন্মদিন পালিত ক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই: ব্যারিস্টার সামীর সাত্তার

কাঠালিয়ায় বিষখালী নদীর পানি বৃদ্ধি; বাঁধ ভেঙ্গে তীরবর্তী এলাকা প্লাবিত

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৭৮ বার পঠিত

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙ্গে পানি ঢুকে প্লাবিত হচ্ছে তীরবর্তী অঞ্চল।

মঙ্গলবার দুপুরে (২৫ মে) উপজলা পরিষদ ও কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিষখালী তীরের বাঁধের একটা অংশ ভেঙ্গে পানি ঢুকে বাড়ির আঙ্গিনাসহ তলিয়ে গেছে ফসলের মাঠ।

এতে আতংকে রয়েছেন বাঁধ ভাঙ্গনকবলিত এলাকার বাসিন্দারা। বিশেষ করে কাঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্র, বড় কাঠালিয়া, পূর্ব কচুয়া, লতাবুনিয়া, রঘুয়ার দড়ির চর, সোনার বাংলা, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, ছিটকী ও আমুয়াসহ বিষখালী নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের ১৫টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বিষখালী নদী পাড়ের (বাঁধ ভাঙ্গন) বাসিন্দা আঃ রব খান জানান, ঝড়-বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ আসলে আমারা খুবই আতংক থাকি। বিশেষ করে রাতে। ছেলে-মেয়ে নিয়ে বসে থাকি। কখন বাড়ি-ঘর ভেঙ্গে নদীতে চলে যায়। আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ করে নদীর বাঁধ ভেঙ্গে যেভাবে পানি উঠতেছে এতে খুবই বিপদে আছি।

কলেজ শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম লিমন জানায়, বহু বছর ধরে লঞ্চঘাট এলাকা ভেঙ্গে নদী বিলীন হয়ে গেছে। গত বছর লঞ্চলঘাটের ৩শ মিটার এলাকায় বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলানো হয়েছে। কিন্তু আমাদের উত্তর সাইডে কিছুই ফেলানো হয়নি। পানি স্রোতের চাপে প্রতিদিন নদী ভাঙ্গছে। আজ বাঁধ ভেঙ্গে পানি ঢুকে আমাদের এলাকা তলিয়ে যাচ্ছে। রাতে পানি আরো বাড়বে। আমারা সবাই আতংকে আছি। তাই দ্রুত এ বাঁধটি মেরামত করা জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাই।

কাঠালিয়া গ্রামের বাসিন্দা কৃষক মোঃ কিবরিয়া বলেন, ‘এক জোয়ারেই পানি অনেক বাড়ছে। এহোন বেড়ি ভাইঙ্গা ওই সাইড দিয়্যা ছুইট্রা গেছে। এতে আমাদের কৃষির অনেক খোতি হয়েছে। গাছের মরিচ ও ডাইল তুইল্লা নেওয়া যাইবে না। আর রাতে পানি বাড়লে আমাদের বাড়ি-ঘর তো পুরাই ডুইব্বা যাইবে’।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, সকাল থেকে আমি বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিয়েছে। কোথাও কোন সমস্যা নেই। তবে উপজেলা পরিষদের পিছনের বিষখালী তীরের বাঁধের কিছু অংশ ভেঙ্গেছে। কিন্তু তেমন কোন ক্ষতির আশংকা নেই। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপজেলায় একটি কন্ট্রোল রুম, ৬টি মেডিক্যাল টিমসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ৬৩টি কমিটির সদস্যরা প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে জরুরী সভা আহবান করা হয়েছে। উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্রসহ ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এতে ১৮ হাজার ৮শত ৭৫জন মানুষ আশ্রয় নিতে পারবেন। পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park