দ্বীপজয় সরকারঃ(SDDB) এসডিডিবি প্রকল্প কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে প্রবীণ,প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে করণীয় বিষয়ে সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রশাসন প্রতিনিধির সাথে এডভোকেসী সেমিনার – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩.০০ টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস ময়মনসিংহ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। লক্ষিত জনগোষ্ঠীদের তথ্য সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ মানিক মিয়া। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে কিছু সমস্যা তুলে ধরেন এবং তার সুপারিশ করেন । এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ক্লাব সভাপতি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।