কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক অনলাইন কর্মশালা বুধবার (০২ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও ইসরাত জাহান কেয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্র্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনলাইন কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, কবি খসরু পারভেজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান প্রমুখ।