কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারে একটি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করার অপরাধে হোটেল মালিক আনিছুর রহমানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনারের সি-এ সন্তোস কুমার কর্মকার ও কেশবপুর থানার এস আই তাপসসহ পুলিশের একটি টিম।