মেহেদী হাসান,খুলনা প্রতিনিধিঃ- করোনাভাইরাস মহামারি সংক্রমণ বিস্তাররোধে খুলনা জেলা প্রশাসনের কঠোর বিধি-নিষেধ ও সর্বসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে মহানগরীর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (০৪ মে) কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে জনসমাগম করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব-৬ এ অভিযান পরিচালনা করে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হল- নগরীর বাগমারার কাশেম হাওলাদারের ছেলে মোঃ বাবুল (৪৩) কে তিনশ’ টাকা, বসুপাড়ার ছলেমান মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (৩০) কে একশ’ টাকা, শেখপাড়ার গোলাম রসুলের ছেলে আমানুল্লাহ (২৫) কে দুইশ’ টাকা, কদমতলার সোহরা হোসেনের ছেলে লিমন (২৬) কে দুইশ’ টাকা, সোনাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে নাজমুল ইসলাম (৩০) কে ৫ হাজার টাকা,
হাসানবাগ এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ দেলোয়ার (৪৫) কে পাঁচশ’ টাকা এবং খালিশপুরের পিপলস্ জুটমিল এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে দীন মোহাম্মদ (২৫) কে দুইশ’ টাকা সর্বমোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তরা মোবাইল অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।