1. admin@bbcnews24.news : admin :
খাগড়াছড়িতে বোরো ধানের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশংকা - BBC NEWS 24
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে গণতন্ত্রী পার্টির নয়া কমিটি গঠন শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু বয়েজ ক্লাব ভালুকা ১-০ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি  শেরপুরে জেলা জজ কোর্টের সামনে বিবাদীদের ছুরিকাঘাতে বাদী আহত শেরপুরে লক্ষাধিক টাকার ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারি গ্রেপ্তার কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত নান্দাইলে ৫টি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

খাগড়াছড়িতে বোরো ধানের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশংকা

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৮১ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ সপ্তাহ খানেক পরেই সোনা রঙে ভরে উঠবে বোরো ধানের খেত। শুরু হবে ধান কাটার উৎসব। গ্রামে গ্রামে ব্যস্ত হয়ে উঠবেন কৃষাণ-কৃষাণি আর কৃষি শ্রমিকরা। গেল কয়েক বছরের তুলনায় এ বছর খাগড়াছড়িতে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। তারা বলছেন এ মৌসুমের বোরো ধান যেন তাদের কাছে প্রকৃতির আশীর্বাদ।

তবে খড়া মৌসমে পর্যাপ্ত সেচ ব্যবস্থা, পোকার আক্রমন ও ব্লাষ্ট রোগের কারণে খাগড়াছড়িতে এবার বোরো ধানের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশাংকা করছে কৃষকরা।

কয়েকদিন আগে দু’দফায় বৃষ্টি হওয়াকে আশীর্বাদ উল্লেখ করে প্রত্যাশিত বোরোর ফলন পাবেন বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

পিকেজি: চলতি বছর খাগড়াছড়ি জেলায় ১১৩৮৭ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এরমধ্যে বোরো হাইব্রিড ৫৬৮৫ হেক্টর এবং উফশী বোরো ৫৭০২ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, বোরো হাইব্রিড প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ৪.৭ মেট্ট্রিক টন এবং উফশী বোরো প্রতি হেক্টরে ৩.৮৩ মেট্টিক টন ধরা হয়েছে। কিন্তু পোকা-মাকড়ের আক্রমন ও ব্লাষ্ট রোগের কারণে অনেক ধানের থোড় চিটা হয়ে গেছে।

কৃষকদের অভিযোগ পোকা-মাকড় ও নানা রোগে বোরো ধান আক্রান্ত হলেও কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় বোরো চাষে ব্যাঘাত ঘটেছে। তাছাড়া চলমান খরা ও সেচ সংকটের কারণেও প্রত্যাশিত ফলন না পাবার আশংকা করছেন কৃষকেরা।

বক্সপপ: কৃষক: (১-৪) ধানে পোকা-মাকড়ের পাশাপাশি ব্লাষ্ট রোগের কারণে এবছর ভালো ধান হবেনা। তাছাড়া কৃষি বিভাগের লোকজন প্রয়োজনীয় পরামর্শ না দেওয়ায় আমরা নিজেদের মতো ঔষধ দিয়েছি। অনেক সময় ঔষধ কাজ না করায় ধান চিটা হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের কারণে সময় মতো সেচ দিতে না পারায় ধান জলে গেছে। এবছর প্রত্যাশিত ফলন পাওয়া যাবেনা।

সিংক: হাসিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, মানিকছড়ি। কৃষকদের অভিযোগ স্বীকার করে তিনি বলেন বিদ্যুত না থাকায়, সময় মতো সেচ দিতে না পারায় এবং ব্লাষ্ট রোগের কারণে প্রত্যাশিত ফলনের চেয়ে ফলন কম হবে বলে মনে করেন তিনি।

সিংকঃ মোঃ মূর্তজ আলী, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি। তিনি বলেন চলতি বছর বোরো ধান ভালো হয়েছিলো। কিছু কিছু জায়গায় সেচ সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হয়েছে। তবে গত কয়েকদিনে দু’দফায় বৃষ্টি হওয়ায় ফলন প্রত্যাশিত হবে বলে মনে করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন করোনা সংকটের কারণে মুভমেন্ট কম হলেও তার কৃষি কর্মকর্তারা চাষীদের মাঠে যাচ্ছে, পরামর্শ দিচ্ছে। সেচ সংকট দুর করা, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ভালো হলে আরো বেশি জমি চাষাবাদের আওতায় আনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park