নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদ পুরাতন বোর্ড টু বাংলা বাজার চেরাংঘর পি এম খালী সড়কের বেহাল দশার দেখার যেন কেউ নেই। খুরুশকুল ইউনিয়ন এর পূর্ব হামজার ডেইল প্রকাশ বনা,,,খাটার যেখানে প্রায় নয়শ পরিবারের বসবাস সদরের এই পূর্ব হামজার ডেইলেই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মেঘা প্রকল্পের মহত উদ্যোগ তথা মহেশখালী, কুতুব দিয়ার জলবায়ু উদ্বাস্তুদের প্রায় ৯০০ পরিবার স্থানান্তর করা একমাত্র আবাস স্থল খুরুশকুলের পূর্ব হামজার ডেইল।
সব মিলিয়ে এই সহস্রাধিক পরিবারের লোকজনের কক্সবাজার সদরের সাথে যোগাযোগ রক্ষা তথা চলাচলের একমাত্র সড়ক খুরুশকুল ইউনিয়ন পরিষদ পুরাতন বোর্ড সংলগ্ন সড়ক। যেটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে অপূর্ণই থেকে রয়েছে। সম্প্রাতিক সময়ে বর্ষার এই ভারি মৌসুমে একটা কয়েকদিন বৃষ্টি হওয়াতে এই মেটো পথের সড়কটির প্রায় জাগায় মাটি সরে গিয়ে অনেক জাগায় রাস্তায় বড় বড় খাদ থেকে শুরু করে ভাংগনের চিত্র পরিলক্ষিত হয়।
যে সড়ক এখন চলাচলের একেবারে অনুপোযুক্ত হয়ে গেছে। পূর্ব হামজার ডেইল সমাজ কমিটির, মসজিদ কমিটির কয়েকজন সদস্য মিলে পথচারী,রাস্তাদিয়ে চলাচল করা টমটম ড্রাইভারদে থেকে ৫/১০ টাকা উত্তোলন করে এই নিদারুণ নিষ্ঠুর ভোগান্তির কিংসিত লাগবের ব্যর্থ চেষ্টা করা যাচ্ছে বলে জানা যায় যদি তারা সমাজ কমিটির পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের অবহিত করেও কোনরুপ প্রতিকার পাইনি বলে সুত্রে জায়া যায়।
১০/৬/২০২১ ইংরেজি বিকাল তিন ঘটিকায় বাংলা বাজার থেকে খুরুশকুলের দিকে আসা একটি ইট ভর্তি ডেম্পার দাব্বা খাটার মুরগীর ফার্মস্থ ভাংগা সড়কে উল্টে গিয়ে ইট খাদে পড়ে যায়। সুত্রে জানা যায় এই রোড দিয়ে মুলত হর হামেশা বালি ও ইট ভর্তি ট্রাক ও ডেম্পার চলাচলের দ্বারাই সড়কের এই পরিস্থিতি। সচেতন মহলের দাবী সংশ্লিষ্ট প্রশাসনের ও দায়িত্ব প্রাপ্ত দপ্তরের সুদৃষ্টির মাধ্যমে এই কঠিন থেকে কঠিন ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়।