জাহিদুল ইসলামঃ খুলশী থানার বিশেষ অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি সহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি মোঃ রিয়াদ হোসেন, (২৭) মোঃ সোহাগ (২৭), ওসমান গনি (২৫) নগরীর খুলশী থানার ঝাউতলা ও পানির ট্যাংকি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুলশী ও পাঁচলাইশ সহ নগরীর বিভিন্ন থানায় একাধিক চুরি, চিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তারা গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি নিয়ে ছিনতাই করতো।
মঙ্গলবার ( ১৮ মে ) খুলশী থানা পুলিশ খবর পায়, নগরীর জিইসি মোড়স্থ জাতীয় গৃহায়ন অফিসের সামনে একদল ছিনতাইকারী সিএনজিতে বসে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এস.আই আনোয়ার হোসেন, এ.এস.আই জাকির হোসেন, এ.এস.আই মানিক মিয়া, এ.এস.আই রাজীব দে, কনস্টবল মনির হোসেন সহ খুলশী থানার একটি বিশেষ টিম ঘটনারস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা গেলেও অজ্ঞাতনামা ২ জন সিএনজির বামপাশের দরজা খুলে পালিয়ে যায়।
এসময় আটককৃত আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি সিএনজি, যার নাম্বার চট্রগ্রাম -থ, ১৩-৪২২৮ এবং ১টি টিপছোড়া, ২টি লাঠি, ১ টি রশি, ২ টি গামছা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।