হুমায়ন কবির রাব্বি:রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে বন্দর নগরীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৩ ডাকাতকে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ আটক করেছে টিম খুলশী।
রবিবার (১০ই সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে খুলশী থানাধীন শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত বাংলোতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতের দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্র থেকে এমন তথ্য পেলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারের নির্দেশনায় পুলিশ উপ পরিদর্শক জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ারের নেতৃত্বে উপ পরিদর্শক মাহিন সরওয়ার, সহকারী উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন, সহকারী উপ পরিদর্শক রাজেশ বড়ুয়া এবং সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে মোহাম্মদ সৌরভ(২৩), মোহাম্মদ সুমন(৩৩) ও ফেরদৌস মোহাম্মদ ইমন(২৫) নামের ৩ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩ টি ধারালো অস্ত্র উদ্ধার করে টিম খুলশী।
আটককৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী পলাতক অজ্ঞাতনামা ৭/৮ জন সদস্য সহ ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছিলো মর্মে স্বীকার করে।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বিবিসি নিউজ ২৪ ‘কে বলেন, ❝আটককৃত আসামীরা অত্যন্ত পেশাদার, তাদের বিরোদ্ধে পূর্বেরও অনেক চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। এই সকল অপরাধের বিরোদ্ধে আমাদের তৎপরতা সার্বক্ষণিক অব্যাহত থাকবে। ❞
উল্লেখ্য যে আটককৃত আসামীদের বিরোদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টিরও বেশী মাদক ও অস্ত্র মামলা রয়েছে।