এজি কায়কোবাদ, গাজীপুরঃ গাজীপুরে জনজীবন স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোন ধরণের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেইসাথে র্যাবের নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, র্যাবের নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যেকোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে র্যাব-১, গাজীপুর সক্ষম আছে।