এজি কায়কোবাদ, গাজীপুরঃ গাজীপুর মহানগর সদর থানাধীন সালনাবাজার এলাকা হতে ২৬৫(দুইশত পঁয়ষট্টি) গ্রাম হেরোইন যার মূল্য ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১।
২৮ আগষ্ট (সোমবার ) র্যাব-১, স্পেশালাইজ্ড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল, অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত এর নেতৃত্বে জিএমপি, গাজীপুর সদর থানাধীন সালনা বাজার অটোস্ট্যান্ড মারুফ হোটেলের সামনে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে সৈয়দ রিফাত (২০)’কে আটক করে। এসময় তার দখলে থাকা ২৬৫ গ্রাম হেরোইন যার মূল্য অনুমান ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই রকি মণ্ডল জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত অবৈধ মাদক প্রচারের সাথে জড়িত। অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানি কমান্ডার মহোদয়ের চৌকস নেতৃত্বে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
র্যাব-১, স্পেশালাইজ্ড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম(সেবা) জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে তা স্বীকার করে। ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ) ধারার অপরাধ করছে।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।