এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর হতে ৩৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তিন নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শুক্রবার (২৯ জুলাই) র্যাব-১ এর একটি আভিযানিক দল , শ্রীপুর ব্রাদার্স ইলেকট্রো মিডিয়া দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাসুদা ওরফে মাকসুদা বেগম (৩৫), লাভলী বেগম (২৭) এবং লাবনী আক্তার (১৯)কে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১ গাজীপুর ক্যাম্প।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এস আই মাহাতাব উদ্দিন জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্ৰব্য গাঁজা জেলার বিভিন্ন এলাকায় সুকৌশলে বিক্রয় করে। অত্র ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি, জি.এম মাজহারুল ইসলাম মহোদয়ের চৌকস নেতৃত্বে আমরা আসামিদের গ্রেফতার করি।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।