পিজিত মহাজন,বিশেষ প্রতিনিধিঃগিটার পাগল রোমো রোমিওর এগিয়ে চলা,‘রোমো রোমিও গিটার’ নামক ইউটিউব চ্যানেলে বেশ কয়েক বছর থেকেই নতুন গিটার শিক্ষার্থীদের জন্য গিটার লেসন দিয়ে যাচ্ছে ২০১২ সালের চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক এর সেরা গিটারিষ্ট রোমো রোমিও ।
এছাড়া শিক্ষার্থীদের দ্রুত গিটার শেখার জন্য এপর্যন্ত তিনি চারটি গিটারের বই লিখেছেন । ২০১৮ সালে প্রকাশ পেয়েছে ‘বেসিক গিটার’, ২০১৯ সালে প্রকাশ পেয়েছে ‘মিউজিক এন্ড গিটার’, ২০২০ সালে প্রকাশ পেয়েছে ‘গিটার গাইড’ এবং এ বছরে ২০২১ সালে প্রকাশিত হয়েছে ‘গিটার বুক’ । রোমিও জানান ‘বইগুলো সহজ ভাবে বাংলা ভাষায় লেখা । বইগুলো পড়লে মনে হবে একজন গিটার শিক্ষক কথা বলছেন । সেরা সংগীত শিক্ষক ও সেরা বই লেখকের উপর এবছর তিনি চট্রগ্রামের ‘ইনষ্টিটিউট অব মিউজিক’ থেকে সন্মাননা স্মারক পেয়েছেন ।
এছাড়া রোমিও এখন বিভিন্ন সলো আর্টিষ্টদের সাথে কাজ করছেন এবং পাশাপাশি গিটার ইন্সট্রুমেন্টাল তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন ।
সেরা সংগীত শিক্ষক ও সেরা বই লেখকের উপর এবছর তিনি চট্রগ্রামের ‘ইনষ্টিটিউট অব মিউজিক’ থেকে সন্মাননা স্মারক পেয়েছেন ।