মোঃ করিমুল হকঃ গুইমারা উপজেলার মটর সাইকেল চালক মোঃ আবদুল মালেক এর ছেলে মোঃ আরিয়ান হোসেন (১৬ মাস) দীর্ঘদিন যাবত গলায় টিউমার নিয়ে আজ মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে।
আব্দুল মালেক খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বুদংপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দেশবাসীর কাছে তার ছেলে আরিয়ান হোসেন এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন দীর্ঘদিন যাবত আমার ছেলে আরিয়ান হোসেন এর গলায় টিউমার ধরা পড়ে। পড়ে উন্নত চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা করে বলেন প্রায় ২ লক্ষা টাকা লাগবে আমার ছেলে কে সুস্থ করতে। কিন্তু আমি সামান্য একজন মটর সাইকেল ড্রাইভার। আমার পক্ষে এই মহর্তে ২ লক্ষা টাকা না থাকায় আমি দেশবাসীর নিকট সহযোগীতা কামনা করছি।
ইতি মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অপু চৌধুরী ৫০ হাজার টাকা দিবেন বলে আশ্বাস দেন। তার এই দুর্দিনে বিভিন্ন মহল, রাজনৈতিক, সামাজিক সংগঠনকে পাশে থাকার জন্য অনুরোধ করেন আব্দুল মালেক।
আপনাদের সকলের সহযোগিতা পেলে শিশু আরিয়ানের অপারেশন করা সম্ভব।
তাই স্ব ইচ্ছায় যারা সহযোগিতা করতে চান , বিকাশ নাম্বার ০১৮২৩–২৫৯৬২৯,
০১৮৮২–৭৫৭৫৩৬,
০১৮৩৮–৪৮৫৪৯৮,
মোঃ মালেক,
নিজ নাম্বার-০১৮২০৭৪৪০৭০