নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ চট্টগ্রামের ১৫ টি উপজেলায় ১ দিন ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলায় ৮ লাখ ৪ হাজার ৫৬৪ শিশুর
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
ওরিয়েন্টেশন কর্মশালায় জানা যায়, এবারের ক্যাম্পেইনে ১৫ উপজেলার ২’শ ইউনিয়নের ৬’শ ওয়ার্ড সহ ১৬টি স্থায়ী কেন্দ্র, ১৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র, ৪ হাজার ৮’শ অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৯১ হাজার ৯১৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে, এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী শিশু ৮১ হাজার এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ৪ লাখ ৫৫ হাজার ভিটামিন-এ ক্যাপসুুল খাওয়ানো হবে। ১৫টি উপজেলায় ৫৪ জন স্বাস্থ্য পরিদর্শক, ২০০ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৫৪০ জন স্বাস্থ্য সহকারী, ৭৪৮ জন পঃ পঃ সহকারী, ১৯৬ জন পঃ পঃ পরিদর্শক, ৯৬৬০ জন স্বেচ্ছাসেবক, ১৫ জন স্যানিটারী ইন্সপেক্টর, ৫১১ জন সিএইচসিপি ও ৮৫ জন স্যাকমো এ কার্যক্রমে নিয়োজিত থাকবে বলে জানান সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সকল টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এসময় যে কোনো টিকাদান কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো যাবে। এছাড়া ভ্রমণে থাকাকালীন সময়ে রেল ষ্টেশন, বাস টার্মিনাল, ফেরী ঘাট ও লঞ্চ ঘাটে অবস্থিত টিকা কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো যাবে বলে জানান ডা. ইলিয়াছ চৌধুরী। স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুুজন বড়ুয়া’র সঞ্চালনায় এসময়
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. নুরুল হায়দার।