জাহিদুল ইসলামঃ নগরীর পাহাড়তলী রেলস্টেশন এলাকা থেকে মাদক পাচারের সময় ৪কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর.এন.বি)।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৮ মে) সকালে পাহাড়তলী রেল স্টেশনের প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ২জন ব্যাক্তি ঘোরাফেরা করছিল। এসময় তাদের গতিবিধি সন্দেহ হলে পাহাড়তলী রেলওয়ে স্টেশনের দায়িত্বরত হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী ও সঙ্গীয় র্ফোস সহ উক্ত ২ব্যাক্তিকে তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত আসামিরা হলেন (১) মোহামদ রহমত উল্লাহ (২৫), পিতা- আবদুস সত্তার, সুপারী পাড়া ১নং গলি, দেওয়ানহাট, ডবলমুরিং (সিএমপি) চট্টগ্রাম (২) মোহাম্মদ আলাউদ্দীন, পিতা- জালাল আহাম্মদ, স্টেশন কলোনী, কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহ জানান,মাদক পাচার কালীন সময়ে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যগণ। জিজ্ঞাসাবাদে আসামীগণ জানায় তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ (চল্লিশ) হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪কেজি গাঁজা সহ হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী বাদী হয়ে লিখিত এজাহারের মাধ্যমে চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করে।