বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরের আতঙ্কের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন রোগীদের সেবা দিচ্ছেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি থাকা রোগীদের বাহির থেকে তেমন ওষুধ কিনতে হচ্ছে না। হাতের নাগালেই সব ধরনের ব্যবস্থা রয়েছে।কুলিয়া ইউনিয়নে মানিক নামে একজন বলেন, গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন আমার ছোট ভাই। কোনো উপায় না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দেখি আরো রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডা. সাব্বির আহমেদ স্যার।তিনি আরো বলেন, আমার ছোট ভাইকেও নিজ হাতে চিকিৎসা দেন ডা. সাব্বির আহমেদ স্যার। হাসপাতালে এত রাতে ডাক্তার থাকা আসলেই অবাক করার মতো। আমি এই চিকিৎসকের দীর্ঘায়ু কামনা করি।মেলান্দহ উপজেলা হাসপাতালে আসা রোগীরা জানায়, হাসপাতালে এলে বহির্বিভাগের টিকিট কেটে ডা. সাব্বির স্যারের চিকিৎসা নেয়। স্যারের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ খেয়ে আমরা ভালো হয়েছি এবং আবারও দেখাতে এসেছি। কোনো টাকা-পয়সা ছাড়া প্রায় সবধরনের চিকিৎসাসেবা পাচ্ছি।৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে লাইনে দাড়িয়ে থাকা রোগী রবিন (৩০) বলেন, আমি আগে একবার সাব্বির স্যারকে দেখাইছি,এখন আমি অনেক সুস্থ তাই আরেক বার দেখাতে এলাম। আগে কখনও কোন মেডিক্যাল অফিসার এতো রোগী দেখতে দেখিনি। তার ব্যবহারের কারণে এতো বেশি রোগী আসে।জহুরা বেগম (৩৫) নামে এক রোগী বলেন, এই ডাক্তার সম্পর্কে আমার বাড়ির পাশের একজনের মুখে শুনে আমি এলাম। উনি আসলে সবার সঙ্গে হেঁসে হেঁসে কথা বলেন এবং তার দেওয়া প্রেসক্রিপশনে ঔষধে কাজ হয়। যে কারণে বার বার ছুটে আসি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ বলেন, মানুষের সেবা করতেই ডাক্তার হয়েছি। আর দেশের এ ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব আরো বেশি। তাই রাত আর দিন কোনো বিষয় না। সবাই সুস্থ থাকুক এটাই প্রত্যাশা।এছাড়া ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।