আবু সাঈদ রাজশাহী ব্যুরো প্রধানঃ নাটোরের শহরের বলাড়িপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হীরা এবং নুর নামে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক আল আমিন ( হিরা) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের রানিং চেয়্যারম্যান আব্দুল মতিন এর ভাতিজা বা সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের ছেলে এবং নুর ইসলাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় গাড়িষাপাড়ার হাজি মোহাম্মদ কাজেম প্রামাণিকের ছেলে।
নাটোর থানার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শহরের বলাড়িপাড়া মহল্লার ঠিকাদার মির্জা খোকন এর ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএন ট্রেড অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরি করতে যায় হীরা এবং নুর ইসলাম। এম এম ট্রেডার্সের অফিসের সিসিটিভিতে ওই চোরদের লক ভাঙার দৃশ্য দেখতে পান ঠিকাদাররা। সিসিটিভির ফুটেজ দেখে তৎক্ষণাৎ হাতে নাতে তারা আটক করেন মোটারসাইকেল চোরদের। পরে হালকা উত্তম মাধ্যাম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।