বিবিসিনিউজ২৪,ডেস্কঃচট্টগ্রাম নগরীর ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফের নির্দেশনায় ৫ম বারের মত ইফতার বিতরন করা হয়েছে।
অদ্য ০৯ই মে বাহির ফিরোজশাহ এলাকায় ইফতার বিতরন করা হয়।
ছাত্রলীগ কর্মী শুভ বলেন চট্টগ্রাম ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ এর নির্দেশনায় ইফতার বিতরন করি।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ।
এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ,নাহিন,আবির,সৈকত,আরমান,আদনান ও হারতি সহ প্রমুখ।