স্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সংসদ আসন এলাকার রাজধানীর ১১ আসনের রামপুরা থানা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এরিয়া।
উত্তর মহানগর দক্ষিণ মহানগর মধ্যস্থল এলাকার তথা সংলগ্ন রাজধানীর কেন্দ্র বিন্দু পল্টন রাজনৈতিক বিচরনে বিএনপি জামাত রুখতে আগের চেয়ে সক্রিয় হয়ে উঠেছে থানা আওয়ামী লীগের রাজনীতি ।
জানা যায়, অত্র থানা আওয়ামী লীগের সভাপতি পদে আলোচিত নেতা ইউনুছ আলী স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব নিয়ে সম্মিলিত ভাবে কাজরছেন।
তৃনমুল নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ইউনুছ আলী নগর আওয়ামী লীগের নেতৃত্বে রামপুরা থানা আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। তবে তার প্রতিপক্ষ সড়ন্ত্রে কিছু গুজব ও আছে। সক্রিয় রাজনৈতিক সফলতাকে আটকে দিতে তার বিরুদ্ধে সড়ন্ত্রের অভাব না থাকলেও রয়েছে নেতৃত্বে এগিয়ে যাবার হিংসা।
স্থানীয় যুবসমাজ, ছাত্র সমাজ নিয়ে ইউনুছ বেশ ক্লিন ইমেজ রাজনীতিতে এগিয়ে। বিগত দিনে দেশের করোনা পরিস্থিতি ও অদ্যবধি সামাজিক কার্যক্রে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
রামপুরা থানা ছাত্রলী যুবলীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়,আগামী দিনে নির্বাচন ইস্যূ তে ভোটের মাঠে পরিচ্ছন্ন নেতৃত্ব দিচ্ছেন ইউনুছ আলী ।
এবিষয়ে জন নেতা ইউনুছ বলেন, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে সংবিধানের আলোকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের ১১আসনে নৌকার বিজয়ের লক্ষে রামপুরা থানা আওয়ামী লীগ কাজ করছেন, জনগণের পাশে থেকে আমার থানা আওয়ামী লীগ এখানে সক্রিয়।