শেখ ফজলে রাব্বিঃ জামালপুর সদর উপজেলায় আখি বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার ও এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিচয় সদর উপজেলার পশ্চিম কুচনধার গ্রামের নুরুল হকের মেয়ে গৃহবধূ আখি বেগম।
বৃহস্পতিবার(১০জুন) দুপুরে পুলিশ স্বামীর বাড়ী থেকে লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এদিকে গৃহবধূর পিতা নুরুল হক অভিযোগ করে জানান, গত সাত মাস আগে হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫) সাথে তার মেয়ের বিয়ে হয়। এক সপ্তাহ আগে আমার বাড়ী থেকে মেয়েকে জোর করে নিয়ে যায় স্বামী মিলন মিয়া। আখিকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হত। তার রেশ ধরে মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবী ।
এদিকে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান জানান, সদর উপজেলার হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার স্ত্রী আখি বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে পরিবারের লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার সময় পথে মধ্যে তার মৃত্যু হয়।
এঘটনায় হেলী মিয়ার ও মিলন মিয়াকে আটক করা হয়েছে। এবিষয়ে তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।