জামালপুর জেলা প্রতিনিধিঃ
নানা কর্মসূচী মধ্যে জামালপুরে ১৭মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টা ৩০মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের জয় বাংলার মোড় থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে মির্জা আজম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট আমান উল্লাহ আকাশ অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান প্রমুখ।
এসময় জামালপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।