শেখ ফজলে রাব্বি,ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ:জামালপুর জেলা সদরের গোপালপুর বাজারে পিকআপ ভ্যানের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে গ্যারেজ মালিক সুরুজ মিয়া (৪৪) নিহত হয়েছে। সোমবারগতকাল সন্ধ্যা ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া গোপালপুর বাজার এলাকার মকবুল হোসেনের পুত্র।জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাতটায় সদর উপজেলার গোপালপুর বাজারে পিকআপ ভ্যানের চাকা মেরামত শেষে হাওয়া দিচ্ছিলেন গ্যারেজ মালিক সুরুজ। অতিরিক্ত হাওয়ার কারণে বিকট শব্দে চাকাটি ফেঁটে যায় এবং চাকার লোহার রিং উড়ে গিয়ে সুরুজ মিয়ার মাথায় লাগে। এতে তার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়।গুরুতর আহত সুরুজকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।