কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশ কনফারেন্স রুম এ কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এপ্রিল ও মে/২১ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) জনাব আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) জনাব কল্লোল কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) জনাব, সুমন রেজা, কোর্ট পুলিশ পরিদর্শক জনাব পৃথ্বীশ কুমার রায় এবং কুড়িগ্রাম জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন ইউনিট ইনচার্জ গণের উপস্থিতিতে মার্সিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন ক্যাটাগরীতে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
চিলমারী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ারুল ইসলামকে চিলমারী থানার দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও থানার দৃষ্টিগ্রাহ্য উন্নয়নের জন্য বিশেষ পুরস্কার প্রদান করছেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। আপনার পুলিশ আপনার পাশে, মাদক,জুয়া,বাল্যবিবাহ ও বিভিন্ন অপরাধের তথ্য দিন সেবা নিন।
ধন্যবাদ সকলকে চিলমারী থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।