জাহিদুল ইসলামঃ চট্টগ্রামে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর.এন.বি)।
শনিবার (০৫ জুন) বিকেলে ট্রেনের ০৫ টি ১০আসনের টিকেটসহ মোঃ মজনু মিয়া(২৮) কে গ্রেপ্তার করা হয়।
খোজ নিয়ে জানা যায়, শনিবার বিকেলে মেঘনা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের একাধিক টিকেট উচ্চমূল্যে যাত্রীদের নিকট কালোবাজারে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় আর.এব.বি’র টহল বৃদ্ধি করা হয়। এসময় চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের ৪নং কাউন্টারের সামনে এ.এস.আই রাজ্জাকুল হায়দারের নেতৃত্বে একটি টিম পৌঁছলে, উক্ত আসামি দৌড়ে পালানোর সময় ০৫ টি ১০আসনের মেঘনা ট্রেনের টিকেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ.এস.আই রাজ্জাকুল হায়দার এজাহার দাখিল করে টিকেটসহ আসামিকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করে।
আর.এন.বি চীফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহ জানান, অনলাইনে টিকেট কেটে কাউন্টার থেকে প্রিন্ট নিয়ে কালোবাজারিরা উচ্চমূল্যে স্টেশন এলাকায় বিক্রি করার চেষ্টা করে। টিকেট কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনে তৎপর। যারা টিকেট কালোবাজারির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য সার্বক্ষনিক নজরদারী রাখার ফলে ট্রেনের টিকেট কালোবাজারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।