মাহবুবুর রহমান নাহিদ: জামালপুরের ইসলামপুর উপজেলার আওতাধীন ১১নং চরপুটিমারী ইউনিয়নের পেচার চরে ডা: আবেদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা পারভীন লিপি, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.এ.এম আবু তাহের, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আবদুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর জেলা যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ইসলামপুর ও শ্রীবরদী উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও জামালপুর ও শেরপুর জেলার নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় বেনুয়ার চর ফুটবল একাদশ ৪-০ গোলে ডুবার চর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সভাপতি অতিথিদের নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, মরহুম ডা: আবেদ আলীর স্মৃতিচারণে ডা: আবেদ আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হয়। তিনি তৎকালীন আনন্দ মোহন কলেজের সাবেক ছাত্রনেতা ও নাসিরাবাদ মেডিক্যাল ইনস্টিটিউটের পর পর দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এবং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর এই মহান ব্যাক্তি বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতিতে প্রতিষ্ঠা করা হয় ডা: আবেদ আলী স্মৃতি পরিষদ।