মাহবুবুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার: অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৩(শুক্রবার) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার আওতাধীন পেচারচর এলাকায় ড. মোতাহার-দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। আর সেই কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়ে ছিলো। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ এখন ঘরের কাছেই স্বাস্থ্য সেবা পাচ্ছে। তার বাস্তব উদাহরণ সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. শহীদ মোতাহার হোসেন, জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, উপেজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আঃ রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অব:) ড. শহীদ মোতাহার হোসেন ও তাঁর সহধর্মিণী দিলরোজ আক্তার এর নামে ক্লিনিকটির নামকরণ করা হয় “ড. মোতাহার-দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিক।” যেখানে গ্রামের অসহায়-দারিদ্র্য মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। গ্রামে এতো সুন্দর একটি কমিউনিটি ক্লিনিক হওয়ায় এলাকাবাসী দারুন উৎফুল্লিত।