এজি কায়কোবাদ, গাজীপুরঃ ঢাকা-ময়মনসিংহ মাহসড়কে গাজীপুর মহানগরের সালনা এলাকায় বিশেষ তল্লাশী চৌকি বসিয়েছে র্যাব। যেকোন ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা ও অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে জন্য এ তল্লাশী চৌকি বসিয়েছে র্যাব।
গাজীপুর র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এর নেতৃত্বে শুক্রবার দুপুর ২টার পর থেকে গুরুত্বপূর্ণ এ চেকপোস্ট পরিচালনা করে র্যাব । র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঢাকামুখী সবধরণের গণপরিবহনে তল্লাশী অভিযান পরিচালনা করছে।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, কোন রাজনৈতিক কর্মসুচীকে উদ্দেশ্য করে নয়, গাজীপুরের মানুষ যাতে শান্তিপুর্ণভাবে বসবাস করতে পারে তার অংশ হিসেবে রুটিন মাফিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সড়কে ও মহাসড়কে যাতে দেশের সাধারণ জনগণ নিশ্চিন্তে তাদের দৈনন্দিন কার্যক্রম করতে পারে সেজন্য র্যাব চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।