দ্বীপজয় সরকার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে ত্রিশাল থানা পুলিশের অভিযানে ৫৬০ পিস ইয়াবাসহ এক নারী ও পুরুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী দুজনকে আটক করে ত্রিশাল থানা পুলিশ।মাদক ব্যবসায়ী খালেদা আক্তার (৩২) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের কাইয়ুমের স্ত্রী। আর উজ্জ্বল (২৩) একই ইউনিয়নের বাঘবেড় গ্রামের মোঃ হরজুলের ছেলে।এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে আসামিদের বাড়ি তল্লাশি করে ৫৬০ পিস ইয়াবাসহ খালেদা ও উজ্জলকে আটক করা হয়।তিনি আরও জানান,এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। বিজ্ঞ আদালতে আসামিদের পেশ করা হবে।