বিনোদন ডেস্কঃ সৈয়দ মাহফিজুর রহমান,আনন্দ। বতর্মান সময়ে বিভিন্ন শট ফিল্ম,একক নাটক,ওয়েব সিরিজ,মেগা সিরিয়াল এবং টেলিভিশন ফিচার ফিল্ম একাজ করে যাচ্ছে। ঈদ উল ফিতরে উল্লেখ যোগ্য ছিল শট ফিল্ম তানিম রহমান অংশু পরিচালিত বেইমান পাখি এবং মিয়্যাও তে।
2019 এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তানিম রহমান অংশু এর পরিচালনায এবার ঈদের টেলিভিশন ফিচার ফিল্ম “সাহসিকা” তে কাহিনীর এক সফলভাবে মোর ঘোরানো চরিত্রে অভিনয় করেন তিনি।
এছাড়া এবারে ঈদের রাতে ওটিটি প্লাটফর্ম “চোরকী”তে প্রচারিত এবং তুমুল জনপ্রিয় ওএব ফিল্ম “ইউটিউমার” এ অরিজিন্যাল লুকিয়ে নিয়ে সিসিআইডি (সাইবার ক্রাইম অফিসারের) অভিনয় করেন।
চলছে দীপ্ত টিভির মেগা সিরিয়াল “মাশরাফি জুনিয়র”। তার অভিনিত বেশ কিছু নাটক,ওয়েব কনটেন্ট,সিনেমাতে প্রশাসনিক(ডিবি, সিআইডি, এস,আই) চরিত্রে যে লুক দিয়েছেন তা প্রশংশনীয়।
প্রচারের অপেক্ষায় আছে দুটি ওয়েব কনেটন্ট,নির্মাতা শাহীন সুমনের “মাফিয়া”,সঞ্জয় সমাদ্দারের “অমানুষ”,মাইনুল হোসেন খোকনের নাটক “বখাটে”।
এছাড়া মাইনুল হোসেন খোকনের “জবাব” নাটকে বন্ধু চরিত্রে থাকছেন যা প্রচারের অপেক্ষায়।
অভিনেতার সাথে কথা বলে জানা যায়, আমি ছোটবেলা থেকে স্কুল,কলেজে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও কখনো ভাবিনি এভাবে নিজেকে টিভিতে সবার সামনে উপস্থাপন করতে পারবো।যারা আমার উপর আস্থা রেখেছেন এবং কাজ করাচ্ছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।