এজি কায়কোবাদ, গাজীপুরঃ গাজীপুরের বিভিন্ন এলাকায় আয়োজিত শারদীয় দুর্গাপূঁজার মন্ডপ পরিদর্শণ করেছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোঁজ খবর নেন।
রবিববার রাতে তিনি গাজীপুর মহানগরীর শিববাড়ি শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।
র্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, সারাদেশে ৩৩ হাজারের বেশি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজাকে কেন্দ্র করে র্যাব দেশব্যাপী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিগ্নে তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারে। এজন্য র্যাব বিভিন্ন ধরণের কার্যক্রম যেমন, রোভাস্ট পেট্রোলিং, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, চেকপোষ্ট স্থাপন বিশেষ করে সাইবার পেট্রোলিং করে যাচ্ছে। এ উৎসবকে পুঁজি করে কোন অপশক্তি বিশৃংখলা করার পায়তারা করলে তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে আমরা প্রস্তুত আছি। এজন্য দেশব্যাপী র্যাব সদস্যরা দিন-রাত কাজ করে যাচ্ছে।
র্যাব জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাব-১ এর নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
এসময় আরো উপস্থিত ছিলেন, র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন, গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস।