এস এম দেলোয়ার হোসেনঃ জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বানিয়ানিরচর মধ্যপাড়া(কামারবাড়ীর) মেন রাস্তার পাশে দেলোয়ার মাস্টারের শশুর মৃত আকবর আলীর বাড়িতে বিরল প্রজাতির প্রাণী হামলা।
গতকাল শনিবার রাত ১১ টার সময় আকবর আলীর বাড়িতে তার শালীকা বাক্ প্রতিবন্ধী রোকিয়া বেগম ও রোকিয়া বেগমের ছেলে থাকেন।
হঠাৎ দরজা খোলা রেখে নিজের কাজের জন্য রোকেয়া বেগমের ছেলে বাহিরে যান। এমন সময় বিরল প্রজাতির প্রাণী ঘরে ঢুকে যায়। রোকিয়া বেগম বিছানায় ঘুমাতে থাকায় বিরল প্রজাতির প্রাণী তার গলা চেপে ধরে। পরে তার চেচামেচিতে পাশের দোকানদার এগিয়ে আসলে বিরল প্রজাতির প্রাণী উধাও হয়ে যায়। কিন্তু তার প্রমাণ হিসেবে পায়ের চিহ্ন গুলো রেখে যান।
জানতে চাইলে বাক্ প্রতিবন্ধী রোকিয়া বেগম ইশারায় বলেন, বড় চোখ, বড় লোম,বড় নখ ও মাথায় শিং।
জানতে চাইলে দোকান হাবিব জানান, আমি চেচামেচি শুনে এগিয়ে আসি এমন সময় দেখতে পাই গরিলার মতো বিরল প্রজাতির প্রাণী আমার সামান দিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান, আমাদের মাঝে এখন পায়ের ছাপ দেখে আতঙ্ক বিরাজ করছে।