—–কবিতা—
,,,,,,,দেশটা যাক ভরে,,,,,,,,,,,
গরীব -দুখী নি:স্বের
পাশে সবার দশের প্রিয় টিটু,
গুণের কথা বলতে গেলে
শেষ হবে না কথন !
পরের মুখে আইস ফোটাতে
দেয় বিলিয়ে নিজকে
বন্যার জলে গা ভাসিয়ে
খাদ্য পৌছায় রিসকে !
এমন স্বজন থাকতো যদি
আরও বেশি গঞ্জে,
অসহায়রা পাশে পেয়ে
হাসতো ওদের মন-যে ।
নাম যে টিটু তা
শুধু নয় কাজেও শতভাগ
শুভ কাজের চিন্তা ফিকির
করেন তিনি আগ !
দিবারাত্র স্বপ্নে বিভোর
করেও কাজ সুক্ষ
যা কিছু পায় দু’হাত
দিয়ে সেবাই যার মুখ্য !
নিজের আছে ও দৈন্যদশা
নামকাওয়াস্তে চলে ,
অর্থ-কড়ি নেই পিপাসা
বাস্তবতা বলে !
এমন স্বজন জন্ম
নিকনা প্রতি ঘরে ঘরে
উজাড় করা ভালোবাসায়
দেশটা যাক ভরে !
মানবিক সরকারী কর্মকর্তা :মেহেদী হাসান (টিটু), যিনি সরকারী কাজের ফাকে মানবিক কাজে নিজেকে সবর্দা ডুবিয়ে রাখেন। বর্তমান কর্মস্থল জামলপুর জেলাধীন ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত।