বিশেষ প্রতিনিধি রিপোর্টঃ এভাবেই গণমাধ্যমকে খাঁচায় বন্দী করে রাখলো। এ জাতির জন্য বড়ই লজ্জা কি দরকার গনমাধ্যমের একবারে বন্ধ করে দিলেই তো পারে! তাদের অনেক ক্ষমতা- এ যেনো ফেরাউনের ক্ষমতা- তাদের কি ইতিহাস মনে নাই!
নমরূদের ধবংশ কিভাবে হয়েছে। তাদের ধবংশ অনির্বায্য: জাতি দেখবে আর হাসবে আর থুথু ছিটাবে আমলা কামলাদের উপর
জাতির বিবেক তাদের ক্ষমতার খাঁচায়বন্দী
দুর্নীতিবাজরা আরামে চুরি করবে- দেশের সম্পদ জনগণের টাকা লুটপাট করার কাজ করতে পারবে আর বিদেশে অর্থ পাচার করবে সাংবাদিকরা চুপ থাকবে জনগণ বাকরুদ্ধ প্রতিবন্ধীর ন্যায় চুপ হয়ে চেয়ে চেয়ে দেখবে দুর্নীতিবাজদের দুর্নীতি ও চুরি।
কিছু বলতে গেলে তাদের মুখোশ খুলতে গেলে এইভাবে গণমাধ্যম খাঁচায় বন্দী করে ফেলবে। দেশটা দুর্নীতিবাজ চোরদের ক্ষমতার দাপটে তারা আজ অন্ধ জাতি কলংক মুক্ত সোনার বাংলাদেশ দেখতে চায় চোর দুর্নীতি বাজ নিপাত যাক।
সারা দেশে সাংবাদিক সমাজ আওয়াজ তুলেছে সাংবাদিক সংগঠন গর্জন করছে আর কত চলবে সাংবাদিক নির্যাতন এই দেশ সাংবাদিক নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই।