ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। প্রদর্শণীর স্টলে বিভিন্ন খামারীরা তাদের গবাধি পশু পাখি প্রদর্শণ করেন।
এই উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন,ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন,ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমূখ।
সভা শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভা পরিচালনা করেন ধোবাউড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফজলুল হক।