কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি সিএনজি, ৪টি এলজি, ২হাজার ৪শ পিছ ইয়াবা, ১০টি চোরাই মোবাইল সেট, নগদ ২২হাজার টাকা সহ মোঃ সিরাজদৌল্লাহ (৩৯), মোঃ রাসেল (২২), মোঃ ইমন মিয়া (২২) ও মোঃ খালেদ (২৪) নামের চার জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সিএমপি সুত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ফৌজুল আজিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন আনুমানিক রাত ৮ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন শিকলবাহা ওয়াই জংসন ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে আব্দুল রাজ্জাক মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি দেশীয় তৈরী এলজি ও ১ টি সিএনজি সহ মোঃ সিরাজ উদ্দৌল্লাহ (৩৯) কে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। অপর আরেক অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানার এসআই কে এম নাজিবুল ইসলাম তানভীর এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে, একই দিন আনুমানিক রাত ২টা ১০ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২হাজার ৪শ পিস ইয়াবা সহ মোঃ রাসেল (২২) কে গ্রেফতার করেন বায়েজিদ থানা পুলিশ।
অন্যদিকে সিএমপি চকবাজার থানার অভিযানে, অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর এর নেতৃত্বে, চকবাজার থানা টিম গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাত আনুমানিক ১০টা.৪০ মিনিটের সময় চকবাজার থানাধীন সিরাজউদ্দৌলা রোডস্থ বালি আর্কেড শপিং মল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ ২২হাজার টাকা সহ মোঃ ইমন মিয়া (২২) ও মোঃ খালেদ (২৪) নামের দুজনকে গ্রেফতার করেন চকবাজার থানা পুলিশ।
অপর আরেক অভিযানে বৃহস্পতিবার ৩ জুন চট্টগ্রাম ডাবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন এর নেতৃত্বে, ডবলমুরিং থানার টিম চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজিরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি দেশীয় অস্ত্র, কার্তুজ ও কিরিচ উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ।
উল্লেখ্য গত ২৭ মে নগরীরর ডবলমুরিং মডেল থানাধীন পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গোডাউনে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূলহোতা হিসেবে মোঃ নুর নবী (৩০) গ্রেফতার হয়। গ্রেফতার পরবর্তীতে উক্ত ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে মামলার তদন্তকারী অফিসারের আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য ডবলমুরিং মডেল থানা টিম চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজিরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সমূহ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।